অভিলাষ
- The Stallion
- Aug 19, 2018
- 1 min read
চেয়েছিল সমুদ্র পারি দিতে ,
শুরু করলো দীঘি দিয়ে।
চেয়েছিল আকাশ ছুঁবে,
শুরু করলো মেঘ ছুঁয়ে।
চেয়েছিল পর্বতারোহী হবে,
গাছে উঠা শিখলো আগে।
চেয়েছিল প্রভাতের সূর্য হবে,
রাত পোহানোর ধৈর্য্য ধরল আগে।
চেয়েছিল সে রাজা হবে,
শুরু করলো সৈণ্য হয়ে।
সে চেয়েছিল কবিতা লিখবে,
শুরু করলো ছড়া দিয়ে।
Alisa Nawar,
Editor, Creative Writing (Bangla)
Comments